রাজ্য বার্তালোকসভা নির্বাচন

দ্বিতীয় দফা ভোটে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, ঘোষণা কমিশনের

নিউজ ডেস্ক: প্রথম দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। দেখা গিয়েছে, সব মিলিয়ে বাংলায় ভোট হিংসার ট্র্যাডিশন অব্যাহত থেকেছে চব্বিশের লোকসভা ভোটের প্রথম দফায়।

সামনে এসেছে তৃণমূল বিজেপির সংঘর্ষ, রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে ভাঙচুর। সেই সঙ্গে অনেক জায়গায়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল ঘটনাস্থলে না থাকার অভিযোগ। সব মিলিয়ে রাজ্যে প্রথম দফার ভোটে হিংসার ছবি সামনে উঠে এসেছে। প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন হিংসা-মুক্ত ভোট করাতে পারল না কেন?

এবার সেই কথা মাথায় রেকে দ্বিতীয় দফার নির্বাচনে আরও কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, প্রথম দফার নির্বাচনে রাজ্যে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। দ্বিতীয় দফাতে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, ঘোষণা কমিশনের

সূত্রের খবর, দ্বিতীয় দফায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৯৯ কোম্পানি। তৃতীয় দফার ভোটে অতিরিক্ত আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। আগামী ৭মে বাংলায় ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। ওইদিন রাজ্যে থাকছে মোট ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *