জাতীয় বার্তারাজ্য বার্তা

প্রথম দফা লোকসভা নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোটদান পশ্চিমবঙ্গে

নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে প্রথম দফায় ২১ রাজ্যের মধ্যে মোট ১০২ টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। সব থেকে বেশি ভোট পড়েছে কোচবিহারের নাটাবাড়িতে।

সূত্রের খবর, বিকেল ৫টা পর্যন্ত বাংলার তিন আসনে গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ, যা কি না দেশে সর্বোচ্চ।
প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভারতের ১০২ আসনে ভোটদানের হার ৫৯.৭ শতাংশ। সব চেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যে ভোট পড়ল ৭৭.৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।

এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জানানো হয়, প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। সব বুথের ওয়েব কাস্টিং হয়েছে। ২৭ হাজার ৯০৭ ভোট কর্মী কাজ করেছেন। ৫৮১ জন মাইক্রো অবজ়ার্ভার ছিলেন। বাংলার তিন লোকসভা আসনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে।

বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ৭৫.৩৩ শতাংশ এবং জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ। সব মিলিয়ে বাংলার তিন লোকসভা আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *